,

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

সময় ডেস্ক ॥ একমাস সিয়াম সাধনার পর খুশির ঈদ সমাগত। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির উদ্যোগে
ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকে বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ঘোষণা দেয়া হবে। এদিকে গতকাল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ায় ওইসব দেশে আজ ঈদুল ফিতর উদযাপন হবে। সাধারণত আরব দেশগুলোর চেয়ে একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপন হয়। যদিও আরব দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের শতাধিক গ্রামে ঈদ উদযাপন হয়ে আসছে। ধর্মপ্রাণ মুসল্লিরা কঠোর সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজানের এক মাস অতিক্রম করে এখন ঈদ জামাতে নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন।


     এই বিভাগের আরো খবর