,

ঈদুল ফিতরকে সামনে রেখে নবীগঞ্জের বিভিন্ন মার্কেটে যেন বিয়েবাড়ির সাজ!

অনেকেই ব্যবহার করছেন বিদ্যুতের অবৈধ সংযোগ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নবীগঞ্জের বিভিন্ন মার্কেট সেজেছে বিয়ে বাড়ির সাজে। ক্রেতাদের টানতে বিপণী বিতানগুলোতে এমন আলোকসজ্জা করা হয়েছে। সাধারণত মধ্য রোজার পর থেকে একে
একে মার্কেটগুলোতে আলোকসজ্জা করা হয়। রকমারি বাতি জ্বালাতে অনেকেই ব্যবহার করছেন বিদ্যুতের অবৈধ সংযাগ। ফলে গত কয়েক দিন ধরে প্রতিদিন অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে। যা প্রভাব পড়ছে বিদ্যুতের সাধারণ গ্রাহকদের ওপর। প্রচন্ড গরমেও তাদেরকে শিকার হতে হচ্ছে লোডশেডিংয়ের।

20180614_212458

শহরের শেরপুর রোড ও মধ্যবাজার সহ বিভিন্ন বিপণী বিতান ও মার্কেটগুলো আলোকসজ্জা করা হয়েছে। ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের দৃষ্টি কাড়তেই প্রতি বছর ঈদের সময় মার্কেট আলোকসজ্জা করা হয়ে থাকে। জানা গেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আলোকসজ্জার ক্ষেত্রে নাম মাত্র জেনারেটর রেখে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করেছে। আলোকসজ্জায় ব্যবহৃত সংযোগ নিজস্ব মিটার অথবা বিদ্যুতের খুঁটি থেকে ব্যবহার করছেন। আলাদা জেনারেটর সংযোগ ছাড়াই এসব লাইটিং করা হয়।


     এই বিভাগের আরো খবর