,

বিলীন হয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্য ঈদ কার্ড

সময় ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর দরজায় কাড়া নাড়ছে। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উ¤œাহ প্রধান উৎসবের মধ্যে ঈদুল ফিতর একটি। ঈদের আনন্দ ভাগাভাগি করতেই ঈদ কার্ডের প্রচলন। ঈদকে সামনে রেখে শহর বা গ্রাম, একসময় সবখানেই ছিল ঈদ কার্ডের ব্যবসা। স¤্রাট আকবর তার শাসন আমলে প্রথম ঈদ কার্ডের প্রচলন করেন। তখন বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে যায় ঈদ কার্ড। শুভেচ্ছা বিনিময় করার জন্য একজন অন্যজনকে ঈদ কার্ড দিত। কিন্তু প্রযুক্তির কারণে বাঙালির এই ঈদ কার্ডের সংস্কৃতি আজ প্রায় বিলুপ্তির পথে। এক সময় বন্ধু-বান্ধব, কিংবা সুসম্পর্ক আছে এমন মানুষদের ঈদ কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানাত। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে একসময় ঈদ কার্ড কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা যেত। কিন্তু কালক্রমে ডিজিটালাইজেশনের ধাক্কায় ঈদ কার্ডের হারিয়ে যাচ্ছে এই রীতিটা। ঈদ কার্ডের বদলে মানুষ এখন অভিনব পদ্ধতিতে আমন্ত্রণ জানাচ্ছে তার প্রিয় মানুষটিকে। কেউ মোবাইল ফোনের ক্ষুদে বার্তায়, কেউ ফেসবুকে, কেউ টুইটারে, আবার কেউ ইমেইলের মাধ্যমে জানাচ্ছে ঈদের আমন্ত্রণ। ব্যবসায়ীরা জানান, ঈদ কার্ডের ব্যবসায় খরা পড়েছে। তবে বিবাহ কার্ডের ব্যবসা করে তারা মোটামুটিভাবে চালিয়ে নিচ্ছেন তাদের জীবন। একটা সময় আবেগ ভালোবাসার বার্তায় ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানাত প্রিয়জনদের। সময়ের বিবর্তনে আমরা এখন এনালগের সীমানা পেরিয়ে ডিজিটাল যুগে বসবাস করছি।


     এই বিভাগের আরো খবর