,

শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই -ইউএনও নবীগঞ্জ

স্টাফ রিপোর্টার ॥ “সুস্থ শরীর সুস্থ মন রাখতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা ভাতৃত্বের বন্ধন বৃদ্ধির সাথে সাথে শারিরীক ও মানিসক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট তারই ধারাবাহিকতা। উপরোক্ত কথাগুলো বলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ বিন হাসান। তিনি গতকাল সোমবার বিকাল ৫টায় বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপি ৭নং করগাঁও ইউপির বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় ও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, শিক্ষক সমিতির উপজেলা সভাপতি শামীম আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার পাল, সাধারণ সম্পাদক গীতেন্দ্র কুমার দাশ, প্রধান শিক্ষক প্রভাত ভূষন রায়, লিটন কান্তি দাশ, অশেষ কুমার দাশ, সেলিনা বেগম, তপন জ্যোতি রায়, বিপুল চন্দ্র দেব, সহকারী শিক্ষক মিহির লাল দাশ, বেবী রানী দাশ, সুরিতা বেগম ও ইউপি সদস্য মোঃ বদরুজ্জামান। টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে। ইউপি পর্যায়ে উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বৈলাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয় বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও বিজীত দলগুলোর মধ্যে ট্রফি বিতরণ করেন। টুর্নামেন্টের পুরস্কার সামগ্রী স্পন্সর করেন ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন।


     এই বিভাগের আরো খবর