,

হবিগঞ্জের পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হকের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ও প্রক্সি শিক্ষক বানিয়ে হাজিরা দিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় ফুঁসে উঠছে এলাকাবাসি। তার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসি। জানা যায়, গত ১১ মে পইল উচ্চ বিদ্যালয়ে সারকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের প্রধান শিক্ষক সামছুল হক পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন খরচ বাবত ভুয়া ও বানোয়াট ভাবে মাস্টার রোল সৃষ্টি করে মামলার বাদীসহ বিভিন্ন শিক্ষকদের স্বাক্ষর জাল করে অসাধু উপায় অবলম্বন করে টাকা উত্তোলনের মাধ্যমে তা আত্মসাত করেন। এ ব্যাপারে নৈশ্য প্রহরী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। এদিকে গতকাল মঙ্গলবার টাকা আত্মসাতের ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে বহিস্কার ও দার বিচারের দাবীতে স্কুলের সামনে বিােভ মিছিল ও মানববন্ধন করে। এতে বক্তব্য দেন স্কুলের সাবেক শিক্ষার্থী মোঃ আজম উদ্দিন, শাহ আলম, মামলার বাদী নায়েব আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান এবং তাকে স্কুল থেকে বহিস্কারের আবেদন করেন।


     এই বিভাগের আরো খবর