,

নবীগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মেয়াদবিহীন পণ্য এবং পচাঁ আমের জুস বিক্রি করায় এম. এস. ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রি করায় জসিম রেস্টুরেন্ট এন্ড সুইটসকে ৩ হাজার টাকা, নকল ও মেয়াদউত্তীর্ণ পন্য বিক্রি করায় রাজু ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে মিলনগঞ্জ বাজারের রঞ্জন পাল মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী এবং থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর