,

নবীগঞ্জে ভাই ও ভাবিকে পিঠিয়ে আহত ॥ হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন প্রবাস থেকে দেশে এসে ভাই বোনদের কথামতো টাকা না দেয়ায় তাদের হামলায় আহত হয়েছেন বড় ভাই সেলিম মিয়া ও তার স্ত্রী। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে। সুত্রে প্রকাশ, ওই গ্রামের রনু মিয়ার পুত্র সেলিম আহমেদ দীর্ঘ প্রায় ১৮/২০ বছর যাবত প্রবাস (কুয়েতে) অবস্থান করছিলেন। সে দেশ থেকে যাহা উপার্জন করেন সবই ভাই-বোনদের দেখা-শোনা ও সাংসারিক উন্নতির জন্য ব্যয় করেন। কিন্তু তার ভাই-বোন তার এই সহযোগিতাকে কোন তোয়াক্কা করেনি বরং তারা ফঁন্দি করতে থাকে কিভাবে বড় ভাই সেলিমকে নিঃস্ব করতে পারে। আহত সেলিম আহমদ জানান, প্রায় দুই সপ্তাহ পুর্বে কুয়েত থেকে দেশে আসেন তিনি। আসার পর তার ভাই ইকবাল, বোন লিপি আক্তার ও জোনাকি সুলতানা মিলে তাকে দুই লক্ষ টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে অপারগতা প্রকাশ করেন সেলিম। এ নিয়ে বিরোধ আরো চাঁঙ্গা হতে থাকে। এরই জের ধরে গতকাল শনিবার বিকেলে বড় ভাই সেলিম নবীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পরই কথার কাটাকাটির এক পর্যায়ে তার ভাই-বোন মিলে তার স্ত্রী ফৌজিয়া আক্তার রিতার উপর অতর্কিত হামলা করে। এতে স্বামী সেলিম আহমদ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তার উপর ও চালানো হয় অতর্কিত হামলা। এতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। তাদের আর্ত চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত ফৌজিয়া আক্তার রিতা ৩ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় এলাকায় সমালোচনা দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর