,

নবীগঞ্জের চৌধুরী বাজার মেরামতের উদ্যোগ নিলেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে দীর্ঘদিন যাবত খানাখন্দে পরিণত মাছ বাজার মেরামত কাজের উদ্যোগ নিয়েছেন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকালে চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি ডিড্ রাইটার হাজী আব্দুল মুহিত দুলুর উদ্যোগে, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের সার্বিক সহযোগিতায় ব্যবসায়ী সমিতির তহবিল থেকে ১০ হাজার টাকার ইট ও বালু ফেলে মাছ বাজার মেরামত করা হয়। উল্লেখ্য দীর্ঘদিন যাবত চৌধুরী বাজারের মাছ ব্যবসায়ীরা কাঁদা ও খানাখন্দের মধ্যেই মাছ বিক্রি করে আসছিলেন। এক সময় দূর-দূরান্ত থেকে আসা ঐতিহ্যবাহী এই বাজারে হাজার-হাজার ক্রেতা বিক্রেতার মিলন মেলা ঘটতো। কিন্তু দীর্ঘদিন যাবত মাছ বাজার বেহাল অবস্থা থাকায় মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বেহাল অবস্থা নিরসনে এবং বাজারের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে ব্যবসায়ী সমিতির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলকাবাসী।


     এই বিভাগের আরো খবর