,

নবীগঞ্জের বাউসায় প্রতিবাদ সভায় ২৪ ঘন্টার আল্টিমেটাম, সিএনজি দূর্ঘটনায় স্কুল ছাত্রীরা আহত হওয়ায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহঃ) উচ্চ বিদ্যালয়ের চার পরীক্ষার্থী সিএনজি দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে বাউসা, নাদামপুর গ্রামসহ সর্বস্থরের জনসাধারণ। এ ঘটনার চার দিন অতিবাহিত হওয়ার পরও সিএনজি শ্রমিক সংগঠন কর্তৃক ঘটনার নিষ্পত্তি না হওয়ায় গতকাল সোমবার রাতে বাউসা ও নাদামপুর গ্রামের মরুব্বিয়ান ও যুব সমাজের সমন্বয়ে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ কাওছার আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি হাজী তৈয়ব উল্লাহ, হাজী আব্দুল মোতালিব, ওয়ার্ড মেম্বার আল-হেলাল আহমদ, গোলাম রব্বানী, মুহিবুর রহমান চৌধুরী, বাছিতুর রহমান চৌধুরী, আলী হাছান লিটন, আলমগীর হোসেন, এখলাছ আহমদ, মনসুর আহমদ চৌধুরী, শাহ্ রুহেল আহমদ, নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুর রুপ, বিলাল আহমদসহ বাউসা ও নাদাপুর গ্রামসহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, গত বুধবার বিকালে বাউসা গ্রামের ডিড রাইটার বিভু আচার্য্যর ভাতিজী ও শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহঃ) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুবর্ণা, একই গ্রামের জটাই সুত্রধরের মেয়ে ঝুমা সুত্রধর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলীর ভাগনী আরিফা বেগম ও কদ্দুছ মিয়ার মিয়ার মেয়ে রিমা বেগম তারা পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য দৌলতপুর গ্রামের সঞ্জব আলীর ছেলের সিএনজিতে ওঠে। এ সময় বাউসা পয়েন্টে পৌছামাত্রই অদক্ষ সিএনজি চালক সঞ্জব আলীর জনৈক পুত্রের সিএনজি চালানোর অভিজ্ঞতা না থাকায় সিএনজি উল্টে ধুমড়ে মুচড়ে যায়, এতে তারা গুরুতর আহত হয়। পথচারিরা আহতদেরকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ সুবর্ণা আচার্য্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু এ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও অদক্ষ চালক ও মালিক এমনকি সিএনজি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়ায় ফুঁসে উঠেন এলাকাবাসী। এরই প্রেক্ষিতে গতকাল রাতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে সিএনজি শ্রমিক কর্তৃক সুরাহা না হলে আগামীকাল বুধবার সকাল থেকে নবীগঞ্জ-আইনগাঁও সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর