,

ইনাতগঞ্জের প্রজাতপুরে হামলায় লন্ডন প্রবাসীসহ আহত ১০

গুরুত্বর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের লন্ডন প্রবাসী দিলবার হোসেনের বাড়িতে তার চাচা সোনা উল্লার বাসার কেয়ারটেকারের সাথে গত শুক্রবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ হামলা মহিলাসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও বাকীদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই হামলাকারীরা পালিয়ে যায় তখন স্বর্ণ ও নগদ টাকাসহ দামি আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান আহত লন্ডন প্রবাসী দিলবার হোসেন। তিনি আরও জানান সৈয়দুল হোসেন তার চাচা সোনা উল্লার বাড়িতে কেয়ার টেকারের কাজ করে। তার সাথে সৈয়দুলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সৈয়দুলের নেতৃত্বে সেবু, পাবেল, জুবেলসহ প্রায় ১০/১২ জনের একদল লোক জি আই পাইপ রামদা, কুরাল নিয়ে দিলবার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তাদের আহত করে নগদ টাকা স্বর্ণ অলংকার দামি আসবাবপত্র ভাংচুর ও লুঠে নিয়ে যায়। তাদের হামলায় আহত লন্ডন প্রবাসী দিলবার হোসেন (৪২), লুবলি বেগম (৪০), নেপুর বেগম (৪০), মোস্তফা মিয়া (৪০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। গুরুতর আহত কলেজ ছাত্র সোহান মিয়া (২০) ও তফিন বেগম (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ইনাতগঞ্জ ফাড়িঁর এস.আই ইমরান আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পূর্বেই সংঘর্ষ বন্ধ হয়ে যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন লুটপাটের কোন ঘটনা আমার জানা নেই বা কোন আলামত লক্ষ করা যায়নি।


     এই বিভাগের আরো খবর