,

নিজামপুরে তাবানী কনষ্ট্রাকশন কোম্পানীকে সানশাইন ব্রিক্স ইন্ডাষ্ট্রিজ করার পায়তারা

পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে এলাকাবাসীর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ এলাকায় একদল প্রভাবশালীদের ছত্র-ছায়ায় ‘তাবানী কনষ্ট্রাকশন কোম্পানী লিমিটেড’-কে প্রতারণামূলক ভাবে সানশাইন ব্রিক্স ইন্ডাষ্ট্রিজ করার পায়তারা করছে কোম্পানী কর্তৃপক্ষ। এতে করে কোম্পানীর বিষাক্ত বর্জ্য ও কালো ধোঁয়ায় এলাকায় পরিবেশ বিপর্যয় ও ফসল বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবী করছেন এলাকাবাসী। কোম্পানী কর্তৃক প্রস্তাবিত ‘সানশাইন ব্রিক্স ইন্ডাষ্ট্রিজ’ নামক প্রতিষ্ঠানকে পরিবেশ ছাড়পত্র না দেয়ার দাবী জানিয়ে পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে এলাকার শতাধিক লোক একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  গত ১৬ জুলাই পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে ওই লিখিত অভিযোগের অনুলিপি অনুলিপি হবিগঞ্জ জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ, নছরতপুর ও দরিয়াপুর মৌজায় প্রায় ২৪ একর ভূমি ক্রয় করেছে ‘তাবানী কনষ্ট্রাকশন কোম্পানী লিমিটেড’ নামে একটি কোম্পানী। কিন্তু বর্তমানে ওই কোম্পানী কর্তৃপক্ষ উক্ত ভূমিতে প্রতারণামূলকভাবে ফসল ও পরিবেশ বিনষ্টকারী ‘সানশাইন ইন্ডাষ্ট্রিজ’ নামক প্রতিষ্ঠান তৈরীর পাঁয়তারা করছে। স্থানীয় বরাং খালের দুই পাশে প্রস্তাবিত ওই প্রতিষ্ঠান স্থাপিত হলে খালের পানি বিষাক্ত বর্জ্যে মারাত্মকভাবে দুষিত হয়ে পড়বে। ফলে হাজার-হাজার একর কৃষি জমির ফসল বিনষ্টের আশংকা রয়েছে। কারণ এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার কৃষক সেচের পানির জন্য ওই খালের উপর নির্ভরশীল। এছাড়াও কোম্পানীর বিষাক্ত বর্জ্য ও কালো ধোঁয়ায় এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন হাজার-হাজার মানুষ। এদিকে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি কোম্পানীর কর্তৃপক্ষের সাথে আঁতাত করে অবৈধ ফায়দা হাসিল করার চেষ্টা করছে বলে জানান এলাকাবাসী। তারা কোম্পানীর লোকজনকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধ পস্থা অবলম্বন করছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে’। ফসল বিনষ্ট ও পরিবেশ বিপর্যয়ের আশংকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে এলাকাবাসী বিনিত অনুরোধ জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর