,

চুনারুঘাটে আদম বেপারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের মৃত আঃ রহমানের পুত্র আদম বেপারী আকল মিয়া (৫০) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেনী ফিরোজ মিয়া। এ প্রতিনিধিকে অসহায় ফিরোজ আলী জানান, উপজেলার কালিশিরী গ্রামের ফিরোজ আলীর পুত্র মারাজ মিয়া (২৭) কে প্রায় ৩ লক্ষ টাকার বিনিময়ে আদম বেপারী আকল মিয়া তাকে ওমান দেশে পাঠায়। আদম বেপারী আকল মিয়ার পুত্র মাসুক আহমদ ২/৩ বৎসর ধরে ওমান দেশে থাকার সুবাদে সেখান থেকে ভিসা দিয়ে তার বাবার মাধ্যমে আদম বেপারীর ব্যবসা চালিয়ে আসছে। এভাবেই নিরীহ অসহায় ফিরোজ মিয়ার পরিবারের নিকট থেকে বিদেশের নাম ধরে ৩ লক্ষ টাকা নিয়ে তার পুত্র মারাজ মিয়াকে আদম বেপারী আকল মিয়া গত ৩০ জুন ২০১৮ইং তারিখে ওমান দেশে পাঠায়। ওমান দেশে যাওয়ার ১৫ দিনের মাথায় ভিসায় উল্লেখিত কাজ না পেয়ে অনাহারে অর্ধাহারে ওমান দেশ থেকে ফিরোজ মিয়ার পুত্র মারাজ মিয়াকে দেশে ফেরত পাঠানো হয়। বিষয়টি স্থানীয় ৬নং ওয়ার্ডের মেম্বার আজগর আলী সহ এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আকল মিয়ার বাড়িতে গেলে সে টাকা ফিরিয়ে দিবে বলে আশ্বাস দেয়। এখন পর্যন্ত অসহায় মারাজ মিয়া তার বিদেশ যাওয়ার ৩ লক্ষ টাকা ফেরত পাওয়ার আশায় আকল মিয়ার ধারে ধারে ঘুরলেও আদম বেপারী টাকা দেই, দিচ্ছি করে সময় কর্তন করতে থাকে। এ বিষয়ে আদম বেপারী আকল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ফিরোজ মিয়া বাদী হয়ে আদম বেপারী আকল মিয়াকে আসামী করে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ফিরোজ মিয়া সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।


     এই বিভাগের আরো খবর