,

সিলেটে কামরানের নির্বাচনী ক্যাম্পে আগুন নিয়ে ক্ষোভ

আরিফ বললেন ‘সাজানো নাটক’

সময় ডেস্ক ॥ সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী ক্যাম্প আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে। গত শনিবার শেষ রাতে কে বা কারা ২৪নং ওয়ার্ডের টুলটিকরের ওই ক্যাম্পে আগুন দেয়। এতে ক্যাম্পটি ভস্মীভূত হয়ে যায়। এতে ওই কার্যালয়ের আসবাসপত্র, ব্যানার, পোস্টার পুড়ে যায়। দুপুরে ওই নির্বাচনী কার্যালয় পরিদর্শনকালে কামরান দাবি করেছেন ‘বিএনপি ও জামায়াতের কর্মীরা তাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বানচাল করা। এসব ঘটনা ঘটিয়ে তারা নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করে তুলতে চাইছে।’ এদিকে কামরানের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় শাহপরান থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন কারা আগুন দিয়েছে সেটি তারা তদন্ত করছে। ক্যাম্পে আগুন দেয়ার বিষয়টি সিলেটের নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে এসেছেন বদর উদ্দিন আহমদ কামরান। তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্র্নিং কর্মকর্তার সঙ্গে এ নিয়ে কথা বলেন। আর আওয়ামী লীগের প্রার্থীর এ অভিযোগ অস্বীকার করে আরিফ বলছেন ‘বিএনপির কর্মীরা ধরপাকড়ের ভয়ে অস্থির। তারা কীভাবে অগ্নিসংযোগ করবে। এটা আওয়ামী লীগের সাজানো নাটক বলেও দাবি করেন আরিফ। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে গত দুইদিনের নানা ঘটনা ঘটছে। শনিবার দুই কর্মীকে আটকের প্রতিবাদে নগরীর উপশহরে উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল ভোররাতে জ্বালিয়ে দেয়া হলো আওয়ামী লীগ প্রার্থীর বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী ক্যাম্প। এ নিয়ে উত্তাপ-উত্তেজনা বাড়ছে সিলেটে। নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কাও বিরাজ করছে। গতকাল দুপুরে নগরীর দাড়িয়াপাড়া, কুশিঘাট, মণিপুরীপাড়া, গাজী বুরহান উদ্দিন রোড ও মাছিমপুর এলাকায় গণসংযোগ করেন কামরান। এ সময় তিনি বলেন ‘যে মুখে বলে এক আর অন্তরে লালন করে আরেক তাকে মানুষ পছন্দ করে না। কাজ করতে হবে সবার শান্তি ও কল্যাণে। সন্ত্রাস-লুটপাট করে, হুমকি-ধমকি দিয়ে এবং নাটক সাজিয়ে কখনো মানুষের সমর্থন আদায় করা যাবে না। কামরান বলেন, সন্ত্রাস ও লুটপাটসহ জনকল্যাণবিরোধী কাজে সম্পৃক্ত কেউ কেউ একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। নষ্ট করতে চাইছেন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ। তবে আমার বিশ্বাস শান্তিপ্রিয় সিলেটবাসী কারো ধোঁকাবাজিতে বিভ্রান্ত হবেন না। খন্দকার মুক্তাদিরের গণসংযোগ ঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী আরিফুল চৌধুরীর ধানের শীষের পক্ষে গতকাল বিকালে নগরীর মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। গণসংযোগে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সরফরাজ আহমেদ চৌধুরী, সোহেল বাছিত, মোঃ আলী লাহিন, ফরহাদ আহমেদ রিপন, বেলায়েত হোসেন মোহন, ওমর উসমান ফারুক, তানভীর আহমেদ চৌধুরী,  সাইফুল ইসলাম সুমন, শাহীন উদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন, এম হাফিজুর রশীদ, মহানগর ছাত্রদল নেতা শাহেদ বাছিত, কামরুল ইসলাম দিপু, মোজাম্মিল হোসেন তুহিন, জেলা ছাত্রদল নেতা জয়নাল আবেদীন রাহেল, মহানগর ছাত্রদল নেতা প্রিন্স খান, লায়েক আহমেদ, তানভীর আহমেদ, সাব্বির আহমেদ শিপন, তুহিন আহমেদ, ফাহিম আহমেদ, মোঃ জহির, মাসুম আহমেদ, তারেক আহমেদ তান্নাসহ এলাকার প্রবীণ মুরব্বিগণ ও যুব সমাজ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর