,

নবীগঞ্জের খালিক মঞ্জিলের চার বৃটিশ সহোদরকে আটক করেছে সিলেট কোতোয়ালী থানা পুলিশ

আলী আরজদ ॥ সিলেটে নবীগঞ্জের খালিক মঞ্জিলের চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার বৃটিশ সহোদরকে আটক করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ নিয়ে নবীগঞ্জ উপজেলা শহরে তোলপাড় চলছে। শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরী, বেলাল চৌধুরী, মিনাল চৌধুরী ও দিলাল আহমেদ চৌধুরীকে সিলেট এসএমপির কোতোয়ালি মডেল থানার পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে সিলেট শহরের নবাব রোডের ১৩৯ নম্বর মমতাজ ভিলায় এ ঘটনা ঘটে। গতকাল আটককৃতদের সিলেট মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ বিচারক তাদের কোর্ট হাজতে প্রেরণ করেন। এ খবর নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মোশারফ হোসেন। সূত্রে জানাযায়, সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন গ্রেফতারকৃতদের চাচাতো ভাই নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল। এ ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সিলেট গেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও একাধিক সূত্রে প্রকাশ, উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের বাসিন্দা মদব্বির হোসেন চৌধুরী ও তার সহোদর প্রয়াত ব্যবসায়ী গোলাম রব্বানী চৌধুরী নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলে বসবাস করে আসছেন। শহরের সম্ভ্রান্ত পরিবার হিসেবে দুই সহোদর পরিবারে পারিবারিক সম্প্রীতি ছিল। প্রভাবশালী ধনাঢ্য পরিবার হিসেবে শহর এলাকার তাদের সু-খ্যাতি রয়েছে। গত পৌর নির্বাচনে ঐতিহ্যবাহী খালিক মঞ্জিলের
উদীয়মান তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী নেতা আলহাজ গোলাম রসুল চৌধুরী রাহেল আওয়ামী লীগের সমর্থন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচনের তৎপরতা শুরু করেন। মদব্বির হোসেন চৌধুরীর যুক্তরাজ্য প্রবাসী দুই পুত্র মিনাল চৌধুরী ও দিলাল চৌধুরী ছাত্রদলের সাবেক নেতা। এ ঘটনার পর থেকেই শহরের দখলবাজ ও প্রভাবশালী একটি চক্র খালিক মঞ্জিলের সম্প্রীতি নিয়ে বিরোধ তৈরি করে।  এ সুযোগকে কাজে লাগায় সন্ত্রাসী ওই চক্র। গত কয়েকদিন ধরে রাহেল চৌধুরী ও সহোদর সাহেল চৌধুরী তাদের সিলেটের বাসায় অবস্থান করছিলেন। ওই বাসায় মিনাল ও দিলাল চৌধুরীও থাকেন। সেখানে অবস্থান নিয়ে সিলেটের মেয়র প্রার্থী আরিফুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় মিনাল সহোদর। বাসায় অপরিচিত লোকজনের আসা-যাওয়ায় ক্ষুব্ধ হন জাতীয় সংসদের হুইপ আলহাজ শাহাব উদ্দিন জামাতা আলহাজ গোলাম রসুল চৌধুরী রাহেল। এ নিয়ে দুই পরিবারে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বুধবার দুপুরে মিনাল ও দিলাল চৌধুরীর সাথে গোলাম রসুল চৌধুরী রাহেল ও সাহেল চৌধুরীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরী, বেলাল চৌধুরী, মিনাল চৌধুরী ও দিলাল আহমেদ চৌধুরী এবং রাহেল চৌধুরী ও তার সহোদর সাহেল চৌধুরী। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলহাজ মত্তকী চৌধুরীর চারপুত্র যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরী, বেলাল চৌধুরী, মিনাল চৌধুরী ও দিলাল চৌধুরীকে গ্রেফতার করে। আলোচিত এ ঘটনায় চারজনসহ অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামি করে সিলেট মেট্রোপলিটন থানায় সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক  আলহাজ গোলাম রসুল চৌধুরী রাহেল। এ ঘটনা নিয়ে নবীগঞ্জ উপজেলা শহরে তোলপাড় চলছে।


     এই বিভাগের আরো খবর