,

বানিয়াচংয়ে কয়েকদিনের ব্যবধানে ফের ডাকাতি

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে কয়েকদিন আগের ডাকাতির রেশ কাটতে না কাটতেই আবার ডাকাতি সংগঠিত হয়েছে। এবার বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত চৌধুরীপাড়াস্থ প্রয়াত শিক্ষক আশিষ কান্তির বাড়িতে গত বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বারান্দার গ্রিলের তালা ও মেইন ঘরের দরজার সিটকারি ভেঙ্গে ঘরে ঢুকে একে একে সবাইকে হাত-মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে পাশের রুমে ঘুমে থাকা অবনিশ কান্তি ভট্রাচার্য্যকে ধাঁরালো অস্ত্র দিয়ে আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয় ডাকাতরা। তাকে রক্ষা করতে আসা অবনিশ বাবুর স্ত্রীকেও পিটিয়ে জখম করে তারা। পরে ঘরে রক্ষিত তিনটা স্টিলের আলমিরা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণ,নগদ ২ লাখ টাকা ও ৯টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতদল। এদিকে আশিষ কান্তি ভট্রাচার্য্যরে ছেলে পার্থ সারথী ভট্রাচার্য্য জানান কোন কিছু বুঝে উঠার আগেই ৭/৮জন মুখোশ পরিহিত ডাকাত ঘরে ঢুকেই আমাদের পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। ঘরের আসবাবপত্র তছনছ করতে থাকে। ভাঙ্গতে শুরু করে সব আলমিরাসহ ড্রেসিংটেবিল। প্রায় আধা ঘন্টা তান্ডব চালায় ডাকাতরা। ডাকাতির খবর পেয়ে রাতেই বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান,৪নং ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সেক্রেটারি কাজল চ্যাটার্জি,পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত ফুয়াদ উল্লাহ খানসহ ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে কয়েকদিনের ব্যবধানের ডাকাতি সংগঠিত হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার জন্য জোরদাবি জানিয়েছেন ডাকাতির ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা। এ বিষয়ে বানিয়াচং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,আমরা সর্বাতœক চেষ্টা করে যাচ্ছি। দ্রুত ঘটনায় জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।


     এই বিভাগের আরো খবর