,

লুকড়ায় সৌদি প্রবাসী নারী শ্রমিকের জীবন কাহিনী

 

জুয়েল চৌধুরী ॥ অভাব অনটনের সংসারের হাল ধরার জন্য হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামের যুবতি নাজু আক্তার তামান্না সৌদি আরবে গিয়ে নানান নির্যাতনের শিকার হয়ে অবশেষে দেশে এসে লোমহর্ষক বর্ণনা দিয়েছে। সে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ শহরের একটি
ক্লিনিকে ভর্তি রয়েছে। এ প্রতিনিধিকে জানায়, আজ থেকে প্রায় ৪ মাস পর্বৈ  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার চান্দুরা গ্রামের হারুন মিয়া নামের এক দালালের সাথে তার পরিচয় হয়। সে তাকে ধর্মবোন বানিয়ে প্রায়ই নাজুর বাড়িতে আসা-যাওয়া করত।
এক পর্যায়ে হারুন তাকে ভাল চাকুরীর প্রলোভন দিয়ে সৌদি আরবে পাঠায়। সেখানে যাওয়ার পর একদল নরপশু তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তাদের খপ্পর থেকে বাচার জন্য সে পালিয়ে সৌদি পুলিশের কাছে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ গত ১ সপ্তাহ আগে বাংলাদেশে পাঠায়। তার শরীরের অবস্থার অবনতি হলে সে গত বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের একটি ক্লিনিকে ভর্তি হয়। সে হারুনের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবে বলে জানায়।


     এই বিভাগের আরো খবর