,

শায়েস্তাগঞ্জে ও মিরপুরে আবারও তেল পাচারের অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তগঞ্জে ও মিরপুরে আবারও লড়ি থেকে তেল পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিনই পদ্মা মেঘনা ও যমুনাসহ বিভিন্ন লড়ি থেকে কতিপয় চালককে ম্যানেজ করে শত শত লিটার তেল পাচার হচ্ছে। সম্প্রতি পুলিশ সুপার বিধান ত্রিপুরা লস্করপুর রেলক্রসিং এলাকার থেকে লড়ি থেকে তেল পাচার কালে লড়িসহ তিন চোরাকারবারীকে আটক করেন। এর পর কিছুদিন তেলপাচার বন্ধ ছিল। কিন্তু এখন আবারও পুরোদমে এসব তেল পাচার হচ্ছে। স্থানীয়রা জানান, ওই এলাকার তেল চোরা কারবারীর গড ফাদারা তাদের সহযোগীরা এসব তেল বাজারের মুল্য ছেয়ে অর্ধেক মুল্যে শায়েস্তাগঞ্জ মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছে। ফলে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ রয়েছে মহাসড়কের দেউন্দি, শায়েস্তাগঞ্জ জংশন, লস্করপুর রেলক্রসিং, মিরপুর তিতারকোন ও বশিনা সহ বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টার লড়ি দাড় করিয়ে রেখে পুরো দমে তেল পাচার করছে তারা। আর এসব তেল কামলারা বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে এবং সুযোগমতে বাজারে বিক্রি করছে অর্ধেক দামে। সূত্র জানায়, তাদের কতিপয় আইনশৃংখলা বাহীনির সদস্যরাও জড়িত রয়েছে।


     এই বিভাগের আরো খবর