,

মাধবপুরে ২’শ কোটি টাকার সরকারী ভূমি উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ দখলে থাকা সরকারি প্রায় ২’শ কোটি টাকার ভূ সম্পত্তি উদ্ধার করেছে প্রশাসন। উপজেলা সদরে সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা প্রশাসকের খাস খতিয়ানভুক্ত মূল্যবান ভূমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলে ছিল। দখলদাররা ভূমিতে স্থাপনা তৈরী করে দখল করে রেখেছিল। সড়ক ও জনপদের বিরাট ভূমি দখলে থাকায় ঢাকা সিলেট মহাসড়কেই বাস, ট্রাক, সিএনজি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ষ্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছিল। এতে মহাসড়কের মাধবপুর অংশে সবর্দা যানজট লেগে থাকত। সড়কের দু’পাশের অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় মহাসড়কের উপর যানবাহন রাখার চাপ কমেছে। এতে যানজটের মাত্রা কানিকটা হ্রাস পেয়েছে। অপরদিকে মাধবপুর বাজারের ভিতর দখলমুক্ত মূল্যবান সরকারী ভূমিতে রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে মাধবপুর পৌর কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অবৈধ দখল উচ্ছেদ অভিযান কার্যক্রম চলে। দখলমুক্ত জায়গায় রাস্তা তৈরি হলে মাধবপুরে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগ কমবে বহুলাংশে। দীর্ঘদিন ধরে এটি প্রভাবশালী চক্র মাধবপুর বাজারের ভেতর খালের পাড়ে সরকারি সম্পত্তি দখল করে বিভিন্ন দোকানপাট সহ পাকা ইমারত নির্মাণ করে রাখে। সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে মাধবপুরে সরকারি জমি উদ্ধারের জন্য অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এর সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সড়ক ও জনপথের বহু জায়গা দখল করে পাকা ইমারত নির্মাণ করে ব্যবসা করে আসছিল একটি অবৈধ দখলবাজচক্র। গত ২রা আগষ্ট নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিগান চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খাঁনের উপস্থিতিতে সড়ক ও জনপথের জায়গায় নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কয়েক শ শতক ভূমি উদ্ধার করে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, সড়ক ও জনপথের অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মাধবপুর বাজারের ভেতর খালের পাড় দখল হয়ে যাওয়া সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। মাধবপুর বাজারে যানজট কমাতে খালের পাড়ের দখলমুক্ত জায়গায় সর্বসাধারণের চলাচলের জন্য রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে মাধবপুর পৌর কর্তৃপক্ষ। প্রশাসনের এ উচ্ছেদ কার্যক্রম কতিপয় দখলবাজ ব্যতিত সর্বমহলের প্রশংসা কুড়িয়েছে। মাধবপুরে এ উচ্ছেদ স্মরণ কালের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। দখলমুক্ত জায়গায় যাতে কেউ পুনরায় অবৈধভাবে দখল না করতে পারে এবং যানজট নিভৃত করার লক্ষ্যে সকল প্রকার যানবাহন মহাসড়কে না রেখে উদ্ধারকৃত ভূমিতে রাখার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে মাধবপুরবাসি।


     এই বিভাগের আরো খবর