,

শায়েস্তাগঞ্জের শিশু ইতি হত্যা মামলার ২ আসামী রিমান্ডে

 

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের চাঞ্চল্যকর শিশু ইতি হত্যা মামলার আটক ২ আসামীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে, আটক ২ আসামীর জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে জিজ্ঞাসাবাদ শেষে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ তাদেরকে কোর্টে প্রেরণ করে। শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, আটক মোয়াজ্জিন শামীমকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে। তা যাচাই-বাচাই করা হচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে স্থানীয়রা মনে করেন, এখনও আসল খুনিরা ধরাছোয়ার বাহিরে রয়েছে গেছে। আসল খুনিদেরকে ধরলে হত্যার উন্মোচন খুলবে। গত ২৫ জুলাই ওই গ্রামের আব্দুস শহীদের কন্যা ইতি আক্তার (৬) মক্তবে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। ২৬ জুলাই একই গ্রামের সাহেব বাড়ির মসজিদের পাশে একটি ধান ক্ষেত থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এরপর পিতা আব্দুস শহীদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায়। পুলিশ মোয়াজ্জিন শামীম ও বাবরু মিয়া নামে ২ ব্যক্তিকে আটক করে কারাগারে প্রেরণ করে। স্থানীয়রা মনে করেন হত্যার মুটিভ এখনও উদঘাটন হয়নি বলে আখ্যায়িত করে শায়েস্তাগঞ্জে বিরাট মানববন্ধনের আয়োজন করে। এতে সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্নস্তরের মানুষ অংশগ্রহন করে। তাদের দাবী একটাই, শীঘ্রই প্রকৃত খুনিদেরকে বের করে শাস্তির ব্যবস্থা করা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটক ২ জনের জন্য জামিনের আবেদন করলে আদালত তাদেও জামিন নামঞ্জুর করেন।


     এই বিভাগের আরো খবর