,

হবিগঞ্জে দিনব্যাপী চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ ‘সাবধানে চালাবো গাড়ী-নিরাপদে ফিরবো বাড়ী’ এমন প্রতিবাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হলো পেশাজীবি চালকদের দক্ষতা-সচেতনতামূলক বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা। বিআরটিএ হবিগঞ্জ জেলা কার্যালয় আয়োজনে ও সংশ্লিস্ট কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী হবিগঞ্জ সরকারী উচ্চ বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুল জাহিদ পাভেল ও আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সিনিয়র সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। কর্মশালায় জেলার পরিবহন সেক্টরের কয়েক’শ চালক অংশগ্রহন করেন এবং প্রশিক্ষকের নিকট তারা ট্রাফিক আইন ও গাড়ী চালানো নিয়ে নানা সুবিধা-অসুবিধা তুলে ধরে এখন থেকে আন্তরিকভাবে রাজপথে গাড়ী চালাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ চালকদেরকে বেপরোয়াভাবে নয় বরং নিজ সন্তান বা আপনজনদের অনাকাড়িখত মৃত্যু হলে তাদের মানসিক পরিস্থিতি কেমন হবে, এমন ভাবনা থেকে সাধারন মানুষ ও এবং নিজেকে রক্ষায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ী চালানোর পরামর্শ দেন।


     এই বিভাগের আরো খবর