,

ঘাতকচক্র বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি

বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান
শিক্ষক সমিতির শোক সভায় ডাঃ মুশফিক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, আজকের এই দিনে ঘাতকচক্র বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিকে পরিনত করে তার স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্টায় অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং দেশকে আজ বিশ্ব দরবারে সম্মানের আসনে দাঁড় করিয়েছেন। তিনি গতকাল বুধবার বিকেল ৪ টায় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা খানমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বৈলাকীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও নবীগঞ্জ আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আমজাদ মিলন। শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, মোঃ আব্দুল মালিক, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক অরুন কুমার দাশ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেরিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্রাচার্য, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ গোলাম আহমেদ, মোঃ এম.এ.ওয়াহিদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ শেখ রুম্মানা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ নোমান আহমদ প্রমূখ। এছাড়া শোক সভায় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নের্তৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর