,

হবিগঞ্জে বাল্য বিয়ে পন্ড, জামাই পলাতক ॥ আটক ১

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ। জামাই পালিয়ে গেলেও কন্যার চাচাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার সময় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, ওই গ্রামের আইনজীবি সমিতির পিয়ন শীষ আলীর কন্যা বহুলা জুনিয়র হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী শেফালী আক্তার (১৩) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের মৃত দুলাল মেম্বারের পুত্র একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মাহফুজ আলম (১৫)। একজন আরেকজনকে পাবার জন্য মরিয়া হয়ে উঠে। বিষয়টি পরিবারের লোকজন আচ করতে পেয়ে তাদের মেলামেশা বন্ধ করে দেয় এরপরও তাদের প্রেম থেমে থাকেনি। একজন আরেকজনকে কাছে পেতে দিওয়ানা হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় ঘর বাধার আসায় বিভোর হয়ে প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। কিন্তু তারা প্রাপ্ত বয়স্ক না হওয়ায় কোথাও বিয়ে করতে পারেনি। অবশেষে দুুই পরিবার তাদের বিয়ে মেনে নিবে মর্মে আশ^স্থ করলে তারা গত বৃহস্পতিবার বাড়িতে আসে। মানইজ্জতের কথা ভেবে উভয় পরিবার গতকাল শুক্রবার জাকজমক ভাবে বিয়ের আয়োজন করে। স্থানীয় লোকজন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা বেগমের কাছে বিষয়টি জানালে শুক্রবার বিকাল ৩টার আগেই তার নির্দেশে কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে পন্ড করে দেয়। এ সময় জামাই মাহফুজ আলম পালিয়ে যায় এবং মেয়ের চাচাকে আটক করা হয়। এ ব্যাপারে গোলাম কিবরিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের চাচাকে আনা হয়েছে এবং দুই পরিবারের পক্ষ থেকে মুছলেকা আনা হয়েছে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেয়া হবেনা। এ ঘটনা নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।


     এই বিভাগের আরো খবর