,

হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানা হেচড়া, দু’পক্ষ দালালদের সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিনিধি ॥  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রোগীর প্রেসক্রিপশন টানা হেচড়া নিয়ে দুইপক্ষ দালালের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার সময় ওই হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, সম্প্রতি হবিগঞ্জ লাখাই আসনের এমপি আলহাজ¦ এড. মোঃ আবু জাহির হাসপাতালে দালালমুক্ত ঘোষণা দেন। এরপরও হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরা তাদের ছাত্রছায়ায় রেখে গ্রামগঞ্জ থেকে রোগীদেরকে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসীতে নিয়ে যায় দালালরা। সেখানে গিয়ে দালালদেও খপ্পরে পড়ে রোগীরা সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরে। বিষয়টি পুলিশের নজরে আসলে ১৫ দিন আগে ভ্রাম্যমান আদালত সদর হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজন দালালদেরকে জরিমানা করেন। এরপরও থেমে যায়নি তাদের অবাধ বিচরণ। এদিকে, গত বৃহস্পতিবার ওই সময় হাসপাতালে আসা জনৈক মহিলা রোগীর প্রেসক্রিপশন নিয়ে সালাম দালাল ও সোহেল দালালের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের দালালরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল মালেক (৩৫) নামে এক দালাল আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর