,

বর্তমান সরকার মৎসজীবীদের ভাগ্য উন্নয়নে কাজ করছে

রতœা বাজারে ফিস মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন- বর্তমান শেখ হাসিনার সরকার মৎসজীবীদের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে জেলেদের মাঝে জাল, বাইসাইকেল, নৌকা, পরিচয়পত্র বিতরণসহ নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে এ সরকার। গতকাল রবিবার বিকেলে রতœা আব্দুল আলী চৌধুরী ফিস মাকের্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মার্কেটের জমিদাতা আলহাজ্ব আলী আক্তার চৌধুরীকে মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এমপি মজিদ খান আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে স্বাধীন সর্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন এবং তাহার সুযোগ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা নির্মাণ ও বিদ্যুতায়নের মাধ্যমে সঠিক নেতৃত্বে প্রদান করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অতীতে যারা মতায় ছিলেন তার শুধু দেশের সম্পদ লুটপাট করেছে দেশের কোন উন্নয়ন করেনি। সাবেক ইউপি সদস্য সুদাম দাসের সভাপতিত্বে ও সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নয়ন মনি দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উল্লা, সংবর্ধিত ব্যক্তিত্ব রতœা বাজার পরিচালনা সভাপতি আলহাজ্ব আলী আক্তার চৌধুরী, খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, বিশিষ্ট মুরুব্বী আলী আজগর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল। আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আলী আশরাফ চৌধুরী মোহন, নগেন্দ্র দাস, লুৎফুর রহমান, জয় কুমার দাস প্রমুখ।


     এই বিভাগের আরো খবর