,

ইমাম ফয়সলের উপর মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছেন চুনারুঘাট ইমাম সমিতি

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার পূর্ব পঞ্চাশ জামে মসজিদের পেশ ইমাম ও চুনারুঘাট ইমাম সমিতির আঞ্চলিক দায়ত্বশীল হাফেজ মাও: ফয়সল আহমেদের উপর মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চুনারুঘাট ইমাম সমিতি। ইমাম সমিতির সভাপতি মাও: এম.এ রউফ এবং সেক্রেটারী হাফেজ মাও: আব্দুল
ওয়াজেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করেন যে, গত ২৯ আগষ্ট চুনারুঘাট থানায় পঞ্চাশ গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে মামলা নং- জি.আর ২৬৬/১৮ মামলায় হাফেজ মাও: ফয়সল আহমদকে ৫নং আসামী করা হয়েছে। উক্ত মামলায় উল্লেখ করা হয়েছে যে তিনি রড দিয়া বাইরাইয়া বাদী পরে হুমায়ুন কবিরকে আহত করেন এবং আলফু মিয়ার পকেট থেকে ১টি মোবাইল সেট ছিনিয়ে নেন। প্রকৃত পক্ষে হাফেজ মাও: ফয়সল আহমদ ২৯ আগস্ট বুধবার সারাদিন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “জেলা পর্যায়ে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার কারিকুলাম সিলেবাস ও পাঠ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক” দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। তিনি এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম ব্যক্তিত্ব। এ শ্রদ্ধাভাজন ব্যক্তির দ্বারা কাহারো উপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে না। অবিলম্বে হাফেজ মাও: ফয়সল আহমদ এর উপর থেকে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন চুনারুঘাট ইমাম সমিতির নেতৃবৃন্দগণ।


     এই বিভাগের আরো খবর