,

চুনারুঘাটে বিচারপতি আঃ হাইয়ের জানাযা সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বিশিষ্ট মুরব্বি আইতন জজ বাড়ীর শ্রম ও আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আলহাজ্ব  আব্দুল হাই’র বড় ভাই ও শিল্পপতি এম.এ তৌহিদের চাচা এম.এ ছিদ্দিকের  নামাযে জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল  শনিবার  চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে ১ম জানাযা বিকেল ৪টায় ও ২য় জানাযা আইতন ঈদগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তিনি গত শুক্রবার রাত ৮.৫০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ……..রাজিইন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল আশি বছর। তিনি ৫ ছেলে ১ মেয়ে, আত্মীয়স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। নামাযে জানাযায় শরীক হন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,  উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, সদর ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব  সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, এম.এ তৌহিদ, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি জামাল হোসেন লিটন, আরিফুল হাই রাজীব, যুুবলীগ নেতা জাকির হোসেন পলাশ, সাইফুল ইসলাম রুবেল সহ আরো অনেকে। ২য় জানাযা শেষে উনাকে পারিবারিক  কবরস্থানে দাফন করা হয়।


     এই বিভাগের আরো খবর