,

বানিয়াচংয়ে এক বছরেও শেষ হয়নি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ শুরু হলেও এখন পর্যন্ত কাজ শেষ না হওয়ায় বানিয়াচংয়ের ক্রীড়াপ্রেমীদের মধ্যে নেমে এসেছে হতাশা। কার্যত মুখ থুবড়ে পড়েছে এই স্টেডিয়াম নির্মাণের কাজ। তাদের প্রশ্ন আদৌ কি শেষ হবে এই স্টেডিয়ামের কাজ? ভালো মানের খেলোয়াড় তৈরি করার জন্য একটি স্টেডিয়াম নির্মাণের দাবি ছিল বানিয়াচংবাসীর দীর্ঘদিনের। স্টেডিয়াম তৈরি করার জন্য স্থানীয় সাংসদের কাছে বারবার দাবি করে আসছিলেন এলাকাবাসী। যার ফলশ্রুতিতে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন কর হয়। জানা যায়, জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় প্রাথমিক উন্নয়নের জন্য ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২০১৭ সালের ১ আগস্ট বেলা সাড়ে ১১টায় স্থানীয় নেতা-কর্মী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্থানীয় এড়ালিয়ার মাঠে বানিয়াচংয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আব্দুল মজিদ খান এমপি। কিন্তু ভিত্তিপস্তর স্থাপনের পর থেকে ধীরে ধীরে মাটি ভরাটের কাজসহ কিছু আনুষঙ্গিক কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্টেডিয়ামের উত্তর দিকে দেয়াল তৈরি ও পশ্চিম দিকে আংশিক ড্রেসিংরুম করে স্টেডিয়ামের সার্বিক কাজ স্থগিত রেখেছে তারা। তবে কি কারণে এই স্টেডিয়ামের কাজ স্থগিত রয়েছে তা এখনো অজানা। দীর্ঘ এক বছর এক মাসেও পূর্ণাঙ্গ রুপ পায়নি বানিয়াচং উপজেলাবাসীর একমাত্র এই স্টেডিয়ামটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেডিয়ামের গর্ত ভরাটের জন্য বানিয়াচং সাগরদীঘি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি দেয়া হলেও সেই মাটি বৃষ্টিতে তলিয়ে গেছে। সেই পুরনো চেহারায় ফিরে গেছে এই এড়ালিয়ার মাঠ। সৃষ্টি হয়েছে খানাখন্দ। এই বিষয়ে বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার জানান, এই বিষয়ে আমাদের কিছু করার নেই। এটা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প পরিচালকের দেখভাল করার দায়িত্ব। তারা এই স্টেডিয়ামের কাজ সম্পর্কে ভালো বলতে পারবে। তারপরও দ্রুত এই স্টেডিয়ামের কাজ শেষ করতে প্রকল্প পরিচালকের সাথে যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন, অচিরেই এই স্টেডিয়ামের কাজ পুরোদমে শুরু হবে। উল্লেখ্য, বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের নামে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করতে কাজ করে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতিমধ্যে দেশের ১৩১টি উপজেলায় শেখ রাসেলের নামে স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে।


     এই বিভাগের আরো খবর