,

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনের কারাদন্ড ॥ ২ নৌকা জব্ধ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার করাঙ্গী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ইঞ্জিন চালিত ২ নৌকা জব্ধ ও ৬ জনকে ৩ মাসের ও ২ জনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার করাঙ্গী নদীর গোহারুয়া গ্রামের ঘাট থেকে নৌকাসহ তাদেরকে আটক করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বক্তারপুর গ্রামের মো. আফরুজ মিয়া, জসীম উদ্দিন, মো. শাহাবাজ মিয়া, মো. নুরউদ্দিন, শাহিদ মিয়া, মোশাহিদ খাঁন, গ্রামের মো. উজ্জ্বল ও মো. আলামিন। সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বাহুবলের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একদল বালু খেকো। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জসীম উদ্দিনের নেতৃত্বে করাঙ্গী নদীর গোহারুয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২ টি ইঞ্জিন চালিত নৌকা জব্ধ এবং ৬ বালু ব্যবসায়ী ও  ২ শ্রমিককে আটক করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মো. জসীম উদ্দিনেরর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক ৬ জন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড ও ২জন শ্রমিককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। আদালতের রায় অনুযায়ী সকলেই জরিমানা পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।  উক্ত অভিযানে সার্বিক সহযোগীতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের জরিমানা করা হয়েছিল। তারা জরিমানা পরিশোধ করতে না পারায় কারাদন্ড ভোগ করতে হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর