,

হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্টারনীর ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার চা-নাস্তা নিয়ে ব্যস্ত। চিকিৎসা দিচ্ছে ইন্টার্নীরা। গতকাল সোমবার বিকাল ৩টায় ইন্টারনীর ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নবজাতকের স্বজনদের সাথে তাদের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে জরুরি বিভাগে হট্টগোল শুরু হয়। সূত্র জানায়, সম্প্রতি কয়েকজন নতুন ডাক্তার জরুরি বিভাগে যোগদানের পরে চিকিৎসার অবস্থা বেঘাত দেখা দিয়েছে। প্রায়ই তারা রেস্ট রুমে গিয়ে চা-নাস্তা ও গল্প গোজবে ব্যস্ত থাকেন। আর এদিকে, তাদের পরিবর্তে চিকিৎসা দিয়ে নতুন ইন্টার্নীরা। সম্প্রতি তাদের ভুল চিকিৎসার কারণে অনেকেই মারাত্মক ভাবে অসুস্থ হয়ে ঢাকা-সিলেট সহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড হচ্ছে। এদের মধ্যে অনেক মৃত্যুর কোলেও ঢলে পড়ছে। গতকাল সোমবার বিকাল ৩টায় চুনারুঘাট উপজেলার রহমতগঞ্জ গ্রামে সেলিম মিয়ার নবজাতক শিশুকে ডাক্তার দেখানের জন্য জরুরি বিভাগে নিয়ে আসে। তখন ডাক্তার না থাকায় হাসপাতালের ইন্টার্নীরা দলবদ্ধ হয়ে চিকিৎসা দিতে থাকে। মুমূর্তের মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিবারের লোকজনের সন্দেহের সৃষ্টি হলে ইন্টার্নীরা দমক দিয়ে বলে মৃত অবস্থায় আপনার শিশুকে নিয়ে আসছেন। এক পর্যায়ে তারা বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে হাসপাতালের অন্যান্য কর্মচারীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তখন নবজাতকের পিতা সেলিম আহাজারি করে জানায়, তার সুস্থ্য শিশুকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। এ ব্যাপারে সে আইনের আশ্রয় নিবে বলে জানিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে কোন ডাক্তার নেই। চিকিৎসা নিতে আসা অসুস্থ্য রোগীরা চিকিৎসার অভাবে আর্তনাত করছে। পরে ব্রাদার আব্দুল আউয়াল ফোন করার পর ডাক্তার সাইফুর রহমান সোহাগ এসে চিকিৎসা দেন। ঘটনার বিষয় জানতে চেয়ে আরএমও বজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইন্টার্নীরা চিকিৎসা করার কোন নিয়ম নেই। ডাক্তারের সাথে থেকে তারা শুধু দেখবেন। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর