,

আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই- ডাঃ হাবিবউল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ এস এম হাবিবউল্লাহ সেলিম বলেছেন, আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। বিশ্বায়নের এই যুগে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে মানসম্পন্ন ও সময়োপযোগী উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিই পারে সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে সভ্যতাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে। গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদারল্যান্ড আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত ২য় সাময়িক পরীক্ষার বার্ষিক ফলাফল ও কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাদারল্যান্ড আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী কাওছার আহমেদের সভাপতিত্বে ও অত্র স্কুলের সহকারী শিক্ষক রুবেল রায়ের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আজমান মিয়া, ইউপি আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম বক্স গেদু, নবীগঞ্জ উপজেলা যুবদর নেতা জাহাঙ্গীর চৌধুরী, দক্ষিণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কুহিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন ও দুবাই প্রবাসী শাহ্ জহির আহমদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের ছাত্র রাহেল আহমদ ও গীতা থেকে পাঠ করে শিমুল আচার্য্য। এতে স্বাগত বক্তব্য রাখেন মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ মুহিবুর রহমান ও জবা বেগম। এতে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও স্কুলের কয়েক শতাদিক ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানে ২১ জন কৃতি শিক্ষার্থী ও ট্যালেন্টফুলে বৃত্তিপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে ডাঃ এস.এম হাবিব উল্লাহ সেলিম এডুকেশন ট্রাস্ট থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।  এছাড়াও বাউসা ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ হাবিবউল্লাহ সেলিম মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া খরছ বহন করে আসছেন। স্কুলের শিক্ষার মানউন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সহকারী শিক্ষীকা জবা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উক্ত বিদ্যালয় একটি প্রজেক্টর দেওয়ার ঘোষনা দেন বাউশা শাহ্ বাড়ির তরুণ সমাজ সেবক প্রবাসী শাহ্ জহির আহমদ।


     এই বিভাগের আরো খবর