,

হবিগঞ্জে সজীব ওয়াজেদ জয়ের ইয়াং বাংলা’ প্লাটফর্মের প্রেস ব্রিফিং

রফিকুল হাসান চৌধুরী তুহিন: জয় বাংলা শ্লোগান সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার উদিয়মান তরুন উদ্যোক্তা তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের স্বপ্নের আলোকিত তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’র পক্ষ থেকে বুধবার দুপুরে হবিগঞ্জে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সংশ্লিস্ট প্লাটফর্মের হবিগঞ্জ ও সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনটর রেশমা জান্নাতুল রুমার সভাপতিত্বে ও তার সঞ্চালনায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, আইটি বিশেষজ্ঞ ও হবিগঞ্জ ইয়াং বাংলা প্লাটফর্মের অন্যতম কর্ণধার সাইফুদ্দিন জাবেদ, সংশ্লিস্ট প্লাট ফর্মের সদস্য রাকুল দাশ ও মৌলভীবাজারের মোহন রবী দাশ, মিফতা লিটন। প্রেস ব্রিফিংকালে সংশ্লিস্ট প্লাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে দেশের আগামী কান্ডারী তরুন-তরুনীদের একত্রিত করার মাধ্যমে তাদের দক্ষতা ও পরিবেশ রক্ষায় টেকসই উন্নয়ন, তরুণদের জন্য খেলাধূলা ও স্বাস্থ্য চর্চা, সর্বব্যাপী শিক্ষা সম্প্রসারণ, প্রতিব›দ্বীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, ফিটনেস, জনসচেতনতা সৃষ্ট লিংঙ্গ বৈষ্ম্য হ্রৃাস, নিরাপদ সড়ক বিষয়ক জনসচেতনতামূলক সহ নানা কার্যক্রম চালানোই ইয়ং বাংলা’র মূল উদ্দেশ্য। ফলে নির্বাচিত ৩৬টি জেলায় বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে হবিগঞ্জের অন্তত ৪টি উপজেলায় ওই রকম কার্যক্রম বাস্তবায়নে তরুন-তরুনীদের একত্রিত করে ক্যাম্পাস অ্যাক্টিভেশন, প্রোগ্রাম ও বিভিন্ন অর্জনের প্রদর্শনী সহ নানা অনুষ্ঠানের আয়োজন শুরু করবে ইয়ং বাংলা প্লাটফর্ম। তন্মধ্যেৎ শুরুতেই হবিগঞ্জ সদর ও নবীগঞ্জে এমন কার্যক্রম চালানো হবে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ওইসব কার্যক্রম সমাপ্তের পর চুড়ান্তভাবে বিজয়ীদের হাতে এওয়ার্ড পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। ফলে ওইসব কার্যক্রম সম্পন্নে ও প্রচারে মিডিয়াকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন ইয়ং বাংলা প্লাটফর্ম।


     এই বিভাগের আরো খবর