,

তফসিল ঘোষনার পর পরই জমে উঠেছে চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথেই  জমে উঠেছে ব্যবসায়ী সমিতির নির্বাচন। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী চৌধুরী বাজার এর নির্বাচন। নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন এমন উৎসবের অপেক্ষায় রয়েছেন সমিতির ২৩৪ ভোটার। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন ফরম কেনার শেষ দিন গতকাল বুধবার ১১ সদস্যের এ কমিটিতে বিভিন্ন পদে নির্বাচন করার জন্য ফরম সংগ্রহ করেছেন চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির  বর্তমান সভাপতি হাজী আব্দুল মুহিত দুলু ও ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি মোঃ মাহতাব উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল আজিজ, চৌধুরী বাজার ব্যবাসয়ী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ইছমত আহমদ, মোঃ চান্দ উল্লা, শাহ্ আশরাফুল ইসলাম, মোঃ আবিদ মিয়া, মোঃ মোশাহীদ আলী, আলমগীর আহমদ, সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ রুহেল, সোহেল বখ্ত, ইসলাম উদ্দিন, এনাম উদ্দিন, ফরহাদ আহমদ, লিটন মিয়া, পংকজ দেব, মোঃ আব্দুল বশির, মোঃ সুমন মিয়া, নুরুল মিয়া, অর্জুন দাশ ও পংকাজ দেব। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করবেন, ২১ তারিখ বাছাই, ২২ তারিখ প্রত্যাহার ও প্রতিক বরাদ্ধ দেয়া হবে এবং আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। বাউসা ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি ও যুক্তরাজ্য কমিউনিটি লিডার আলহাজ্ব মোঃ তরাস উল্লাহকে সার্বিক সহোযোগিতায় রেখে, মাও. মোশাহীদ আলীকে প্রধান নির্বাচন কমিশনার,  মাও. তাজ উদ্দিন ও মাও. জুবায়ের আল-মামুন নির্বাচন কমিশনার করে ৪ সদস্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনে ২৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চৌধুরী বাজার ঘুরে দেখা গেছে, এবারই প্রথম নির্বাচন হওয়ায় ভোটার ও প্রার্থীদের মাঝে আনন্দের শেষ নেই। চায়ের স্টল থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আলোচনায় আসছে এ নির্বাচন। কে হচ্ছেন চৌধুরী বাজারের ব্যবসায়ী সমিতির কর্নধার। তা জানতে আগামী ৩ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানান, ব্যবসায়ীদের সুখে দুঃখে ও বাজারে উন্নয়নমূলক কাজে যিনি পাশে থাকবেন তাকেই তারা নির্বাচিত করবেন। প্রধান নির্বাচন কমিশনার মাও. মোশাহীদ আলী বলেন, চৌধুরী বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের আন্তরিক ও সার্বিক সহোযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব বলে আমরা শতভাগ আশাবাদী।


     এই বিভাগের আরো খবর