,

৬০ হাজার চুরি ও প্রতিপক্ষের উপর হামলা, ইনাতগঞ্জের সহিদুল ইসলাম ভুট্ট’র বিরুদ্ধে থানায় মামলা

সংবাদদাতা: ইনাতগঞ্জের লতিবপুর গ্রামের মুরাদ আহমদ এর উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে তার পকেটে থাকা  ৬০ হাজার টাকা জোর পূর্বক চুরি করে নেওয়ার
অভিযোগে একই গ্রামের মৃত মনর উদ্দিনের পুত্র সহিদুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর মুরাদ আহমদ নবীগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন বিবাদী সহিদুল ইসলাম ভুট্টু একজন সুদখোর ও দাদন ব্যবসায়ী প্রকৃতির লোক। সুদের ব্যবসা করে সে এলাকার মধ্যবিত্ত লোকদের সর্বশান্ত করে ফেলছে। তার অত্যাচারে কিছু লোক এলাকা ছাড়া হচ্ছে। বাদী মুরাদ আহমদ বিবাদী সহিদুল ইসলাম ভুট্ট’র অপকর্মের বিরোধীতা করায় সে ও তার লোকজন মুরাদ আহমদ এর ক্ষতি করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়। পূর্ব আক্রোশে সহিদুল ইসলাম ভুট্ট’র নির্দেশে বাদী মুরাদ আহমদ এর উপর হামলার ঘটনা ঘটে। ভুট্টু’র লোকেরা লাঠি দিয়ে বাদী মুরাদ আহমদ এর শরিরের বিভিন্ন স্থানে এলোপাতারি হামলা চালিয়ে লীলা ফুলা জখম করে। এ সময় তার মাথা লক্ষ করে লাঠি দিয়ে আঘাত করলে তিনি বাচাঁর জন্য হাত দিয়ে আঘাত প্রতিহত করলে তার বাম হাতের কবজিতে পড়ে মারাত্মক হারভাঙ্গা জখম হয়। বিবাদী সহিদুল ইসলাম ভুট্ট’র হাতে থাকা চাকু দিয়ে বাদী মুরাদ আহমদকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার বুক লক্ষ করে ঘা মারলে মুরাদ আহমদ প্রাণে বাচাঁর জন্য একটু সরে গেলে উক্ত আঘাত তার বাম চোখেঁর পার্শ্বে পড়ে মারাত্মক রক্তাত্ত জখম হয়। এ সময় তার শোর চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসছে দেখে বিবাদী সহিদুল ইসলাম ভুট্ট বাদী মুরাদ আহমদ এর শার্টের পকেটে থাকা ৬০ হাজার টাকা চুরি করে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় লোকদের সহযোগিতায় আহত মুরাদ আহমদকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা করানো হয়। মুরাদ আহমদ অভিযোগ করেছেন বিবাদী সহিদুল ইসলাম ভুট্ট’র সুদের টাকা পরিশোধ করতে না পারায় ইনাতগঞ্জের রাজনগর ভ‚মিহীন পাড়া এবং পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের অনেক পরিবার সর্বশান্ত হয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। এদিকে মুরাদ আহমদ এর দায়েরকৃত মামলাটি এফআইআর করে তা তদন্তের জন্য সাব ইন্সপেক্টর ইমরান হোসেনকে দায়িত্ব দিয়েছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম ভ‚ইয়া।


     এই বিভাগের আরো খবর