,

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

ইকবাল সভাপতি, তনুজ সম্পাদক, ফনি সাংগঠনিক সম্পাদক

সংবাদদাতা : “শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই। শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে, ধাপে ধাপে শিক্ষকদের অবস্থান আজ এই পর্যায়ে এসেছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে একসাথে সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন, ঠিক সেই ভাবে তাঁর সূযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বারাই সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করন সম্ভব এ কথাগুলো প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জাতীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক আলহাজ্ব মুজিবুর রহমান। তিনি আরও বলেন, শিক্ষা জাতীয়করণ, সকল নন এম.পি.ও. শিক্ষা প্রতিষ্ঠান এম.পি.ও. ভুক্তি, শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পূর্নাঙ্গ বাড়ী ভাড়া, এম.পি.ও. নীতিমালা ২০১৮ সংশোধন, রেসিও প্রথা বাতিলসহ শিক্ষকদের সকল সূযোগ সূবিধা প্রদান করতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে শিক্ষকদের পাশাপাশি সাধারণ জনগণও উপকৃত হবে। বিনা বেতনে তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারবে। শিক্ষকদের দাবী আদায়ের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলা কলেজ পর্যায়ে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি নবীগঞ্জের উদ্যেগে আইডিয়াল উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক হবিগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়। জাতীয়সহ সকল কর্মসূচি বাস্তবায়নে শিক্ষকদের দাবী আদায়ের লক্ষ্যে আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদারকে সভাপতি ও দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়’কে সাধারণ সম্পাদক এবং কীর্তি নারায়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়জুর রব পনি’কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক শাহিন আক্তার, আনোয়ান হোসেন, প্রভাষক যথাক্রমে, ফজলুল হক, জন্টু চন্দ্র রায়, শরীফুল ইসলাম, ফাতেমা মোতালেব, দিলসাদ মিয়া, সায়েদুল হাসান, সায়েদুজ্জামান, সুশান্ত বৈদ্য, সাখাওয়াত হোসেন, তাহমিদ আহমেদ, আব্দুল কাদির চৌধুরী, টিটু দাশ, দিপংকর শংকর রায়, জোবায়ের আহমদ, ডলি বনিক, শারমিন জাহান শিলা, মিল্টন রায়, জাকির হোসেন, সুমন মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর