,

নবীগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় উন্নয়ন মেলা

শাহ্ সুলতান আহমেদ \ বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে আজ বৃহস্পতিবার থেকে নবীগঞ্জে শুরু হচ্ছে জাতীয় উন্নয়ন মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ মেলার উদ্বোধন করবেন। সারা দেশের ন্যায় তিন দিনব্যাপী জাঁকজঁমকপূর্ণভাবে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে ৪র্থ বারের মতো এই মেলার আয়োজন করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সভাপতি তৌহিদ-বিন-হাসানের অকান্ত পরিশ্রমে গতকাল বুধবার রাতেই ৪২টি স্টলসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়। আজ বৃহস্পতিবার সকালে উদ্বোধনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইউএনও তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং বিভিন্ন খাতের সাফল্য তুলে ধরাই এ উন্নয়ন মেলার প্রধান লক্ষ্য। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য, রূপকল্প ২০২১ ও ২০৪১- এর মাধ্যমে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগাপ্রকল্প এবং দেশে বিনিয়োগ সম্ভাবনা উন্নয়ন মেলায় তুলে ধরা হবে।


     এই বিভাগের আরো খবর