,

নবীগঞ্জে দপ্তরী-কাম প্রহরী পদে আইন অনুসারে নিয়োগ পেতে আবেদন

১ম স্থান অর্জনকারীর সনদপত্র জ্বাল \ সাময়িক বরখাস্ত

সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নগেন্দ্র দাশের পুত্র নির্মল দাশ ৭৩নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দপ্তরী-কাম প্রহরী পদে আইন অনুসারে নিয়োগ পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন। তিনিআবেদন পত্রে উল্লেখ করেন, ৭৩নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুমি দাতা পরিবারের সদস্য। বিদ্যালয়ে দপ্তরী-কাম প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে উক্ত পদে নগেন্দ্র দাশের পুত্র নির্মল দাশ, কবিন্দ্র দাশের পুত্র বিপ্লব দাশসহ মোট ৬জন আবেদন করেন। বিপ্লব দাশ ৮ম শ্রেণী পাস না হওয়ার পরও উক্ত পদে আবেদন করায় নির্মল দাশ বিগত ১২/১২/২০১৭ ইং তারিখে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ভুয়া সনদপত্র প্রদানকারীদের আবেদন বাতিল করার জন্য তদন্তের আবেদন সংক্রান্ত অভিযোগ দাখিল করেন এবং নিয়োগ ও বাছাই কমিটি কার্যকর কোন ব্যবস্থা না নিয়ে বিগত ১৩/১২/২০১৭ইং তারিখে মৌখিক সাক্ষাৎকার গ্রহণ করে ১৪/১২/২০১৭ইং তারিখে রেজাল্ট শীট প্রকাশ করা হয়। রেজাল্ট শীটে বিপ্লব দাশ ১ম স্থান, নির্মল দাশ ২য় স্থান এবং রনি দাশ ৩য় স্থান অর্জন করেন। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)র মাধ্যমে তদন্ত করে নিয়োগ প্রাপ্ত বিপ্লব দাশকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়াও উক্ত বিষয়ে জেলা প্রশাসক মনীষ চাকমা ৭৩নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৯টি বিদ্যালয়ের নিয়োগ বাতিলের আদেশ দেন। এ সংবাদ “দৈনিক প্রথম আলো” সহ বিভিন্ন পত্রিকায় গত ১২/০২/২০১৮ইং তারিখে প্রকাশিত হয়। বিপ্লব দাশের আবেদন শিক্ষাগত যোগ্যতার অভাবে বাতিল হওয়ায় উক্ত পদে ২য় স্থান অর্জনকারী নির্মল দাশ নিয়োগ পাওয়ার অধিকারী। দীর্ঘদিন যাবৎ উপজেলা বাছাই ও নিয়োগ কমিটিতে যোগাযোগ করার পরও তার অদ্যাবধি কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা দেখা দিয়েছে। এদিকে সনদপত্র জ্বাল হওয়ার কারণে আইনতঃ কবিন্দ্র দাশের পুত্র বিপ্লব দাশের নিয়োগ চ‚ড়ান্ত বাতিল করে উক্ত বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী পদে নগেন্দ্র দাশের পুত্র নির্মল দাশ নিয়োগ দেয়ার জন্য গত ০২ অক্টোবর সোমবার জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। দরখাস্তকারী হিসাবে দপ্তরী-কাম প্রহরী পদে নিয়োগ পেতে আকুল আবেদন করেছে নির্মল দাশ।


     এই বিভাগের আরো খবর