,

প্রাথমিক শিক্ষাই হচ্ছে মূল শিক্ষা -এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে মূল শিক্ষা, শিশুদেরকে প্রাথমিক পর্যায় থেকে ভালোভাবে গাইড লাইন দিয়ে আদর্শ ছাত্রছাত্রী হিসেবে গড়ে তোলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নজরদারী রাখতে হবে যাতে ছাত্ররা বিপদগামী না হয়। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের আর্তমানবতার সেবায় নিয়োজিত এম.এ গফুর চৌধুরী কল্যান ট্রাষ্ট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে এম.এ গফুর চৌধুরী কল্যান ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এম.মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ আহমদ আজাদ, কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য আল আমিন খাঁন, কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুহিনুর বেগম, কেন্দ্রীয় তালামিয নেতা আব্দুল মুহিত রাসেল, সাংবাদিক মিজানুর রহমান সুহেল ও ছনি চৌধুরী, ছাত্রলীগ নেতা এম.এ সবুর প্রমুখ। পরে অথিতিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর