,

নবীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

স্টাফ রিপোর্টার :: “সর্বত্র চক্ষু সেবা” এই শ্লোগান কে সামনে রেখে নবীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্র ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। অরবিস বাংলাদেশ ও আন্ধেরী হিলিপের আর্থিক ও কারিগরি সহযোগীতায় জনসচেতনতা বৃদ্ধির জন্য বর্ণাঢ্য র‌্যালিতে শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালিটি শহরের শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেরপুর রোডস্থ চু পরিচর্যা কেন্দ্রে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চক্ষু পরিচর্যা কেন্দ্রের সাধারন সম্পাদক তনুজ রায়, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ মিয়া, ইনচার্জ ডাঃ রোহিত আহমদ, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম বাবুল, নবীগঞ্জ থানার এস আই অভিজিত ভৌমিক, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম.মুজিবুর রহমান, সাংবাদিক ছনি চৌধুরী, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সহ-সভাপতি শিরীন ফাতেমা, প্রধান শিক্ষক আনোয়ারা বেগম ও সুমা চক্রবর্তী, পরিচর্যা কেন্দ্রের কর্মচারী  মুহিবুর রহমান, হিতেন্দ্র সরকার, আহসান হাবিব, নয়ন গোস্বামী, নিশিকান্ত, সান্ত মিয়া, শেফা আক্তারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,  ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর