,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌরসভার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ পৌরসভা কর্তৃক গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের হাতে বৃক্ষের চারা বিতরণ করে আনুষ্ঠানিকভাবে ‘বৃক্ষের চারা বিতরণ’র শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র আচার্য্য, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর মোঃ আঃ ছালাম, কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, ছালামতপুর আব্দুল্লাহ ইসমাইল এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নুরুল হাদী বাণী, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মোঃ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদ্রাসার সহ-শিক্ষক ইব্রাহিম ইউসুফ, পৌরসভার হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নি¤œমান সহকারী দীপঙ্কর সরকার-সহ অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ১ হাজার বৃক্ষের চারা পৌরসভার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর