,

হবিগঞ্জে মোটরসাইকেল চোরের গডফাদারসহ ৬ জন আটক

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের কোরেশনগর এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরের গডফাদারসহ ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল ও বেশকিছু মাস্টার চাবী উদ্ধার করা হয়। আটককৃতরা হল, শহরের ইনাতাবাদ জঙ্গল বহুলা গ্রামের মোঃ খেলু মিয়ার পুত্র আন্তঃজেলা মোটরসাইকেল চোরের গডফাদার মোঃ আক্তার হোসেন (২২), একই এলাকার আব্দুল কুদ্দুছের পুত্র উদয় মিয়া (২২), বানিয়াচং থানার আনোয়ারপুর গ্রামের কাশেম আলীর পুত্র জাকির মিয়া (২৩), সদর উপজেলার মিটুরচক গ্রামের আব্দুর নূরের পুত্র আব্দুল মালিক সোহেল (২৪), উমেদনগর মধ্যহাটি গ্রামের আফতাব উদ্দিনের পুত্র ফয়সল আহমেদ (২৮), চুনারুঘাট উপজেলার হুরারকুল গ্রামের আব্দুল মমিনের পুত্র মনিরুজ্জামান রাজিব (৩০)। গত বুধবার দিবাগত গভীল রতে ডিবি পুলিশের এসআই আব্দুল করিম, আবুল কালাম আজাদ ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে রেজিষ্ট্রেশন বিহীন একটি গøামার মোটরসাইকেল, একটি হুন্ডা কোম্পানির মোটরসাইকেল, একটি ডিসকভার, একটি ফ্যাজার মোটরসাইকেল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাছাড়া তাদের কাছ থেকে বেশকিছু মাস্টার চাবী উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা আন্তঃজেলা গাড়ির চোরের সক্রিয় সদস্য। সারা দেশে তাদের একটি নেটওয়ার্ক রয়েছে। গত এক মাসে হবিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরি হয়ে যায। এসব চোরের সাথে জড়িত রয়েছে রাজনৈতিক দলের কতিপয় সুযোগ সন্ধানী নেতারা। তারা এসব মোটরসাইকেল চুরি করে সর্বনি¤œ মুল্যে বিক্রি করে দেয়। আর এসব চোরাই মোটরসাইকেলে বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ স্টিকার লাগিয়ে ব্যবহার করছে তারা। ফলে এসব মোটরসাইকেল শহরে চললেও অনেক সময় আইনশৃংখলা বাহিনীর ধরাছোয়ার বাহিরে থেকে যায়। আর এসব মোটরসাইকেল চোরের সদস্যদের মধ্যে মাদকসেবী ও ভদ্র ঘরের সন্তানরা জড়িত রয়েছে। এসব চোরদের ধরার পর রাতেই ডিবি অফিসে কথিত নেতাকর্মীরা তাদের ছাড়িয়ে নিতে দৌড়ঝাপ শুরু করে। অবশেষে ব্যর্থ হয়ে ফিরে যায়্ পাশাপাশি অনেক মোটরসাইকেল উদ্ধারের খবর শহরে ছড়িয়ে পড়লে মোটরসাইকেলের মালিকরাও ডিবি অফিসেও তাদের মোটরসাইকেল সনাক্ত করেন। পুলিশ আরও জানায়, তাদের কাছে আরও চোরাই মোটরসাইকেল রয়েছে। এবং তাদের সাথে কোন গডফাদার জড়িত রয়েছে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তা উদঘাটন করা হবে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আটককৃতসহ আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।


     এই বিভাগের আরো খবর