,

নবীগঞ্জে ডাঃ মুশফিক চৌধুরী’র নামফলক ভাংচুর করেছে দুর্বৃত্তরা

আলী হাছান লিটন :: হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নাম ফলক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রঘু দাউদপুর গ্রামে হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে সুন্দর মিয়ার বাড়ি হইতে কাপ্তান মিয়ার বাড়ি পর্যন্ত ইটসলিং কাজ সম্পন্ন হয়। কাজ সম্পন্ন হওয়ার পর রাস্তায় নামফলক বসানো উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় মেম্বার ফখরুল ইসলাম জুয়েল জানান,  গত ১৭ অক্টোবর গ্রামের মুরব্বিয়ানসহ  জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নামে নামফলক বসাতে গেলে তাতে বাধা প্রদান করেন একই গ্রামের মৃত আয়াত উল্লার পুত্র রমজান উল্লা গংরা। এ সময় এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে স্থান নির্ধারণ করে মুশফিক হুসেন চৌধুরীর নামে নামফলক বসানো হয়। ঐদিন রাতেই দুর্বৃত্তরা জেলা পরিষদের চেয়ারম্যানের নামফলক ভাংচুর করে। স্থানীয় মেম্বারসহ এলাকাবাসীর ধারনা রমজান মিয়া গংরাই রাতের আধারে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নামফলক ভাংচুর করেছে। এ ব্যাপারে জেলা পরিষদের চেয়াম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর যোগাযোগ করলে তিনি বলেন, প্রতিশ্রæতির অংশ ও চলমান উন্নয়নের ধারাবাহিকতা বাস্তবায়নে উন্নয়ন কাজের নামফলক বসানো হয়। আমার জনপ্রিয়তায় ঈর্ষানীত হয়ে উন্নয়ন বিনষ্টকারী ও দুর্নীতিবাজ একটি কুচক্রিমহল এলাকার উন্নয়নে বাধাবিঘœ করছে। এরই ধারাবাহিকতায় তারা রাতের অন্ধকারে নামফলকটি ভাংচুর করে। হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ বাহুবলে অসংখ্য উন্নয়নের কাজের নামফলক বসানো হয়েছে। আজ পর্যন্ত নামফলক ভাংচুর করার মত দুঃসাহস কেউ করেনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভাংচুর এর ঘটনার অভিযোগ পেয়েছি এ ব্যাপারে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর