,

নবীগঞ্জে আদিত্যপুর নবজাগরন সংঘের উদ্যোগে দূর্গামুর্তি বিসর্জন

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের আদিত্যপুর নবজাগরন সংঘের পুজারীদের উদ্যোগে গত  শুক্রবার বিকালে  মন্ডপের মুর্তি ট্রাকযোগে পজেশন সহকারে শহর জাকজমকভাবে প্রদক্ষিণ করে করগাঁও ইউনিয়নের তাজপুর সংলগ্ন পিংলি নদীতে বিসর্জন করা হয়। নবজাগরন সংঘের সভাপতি কাজল রায় এবং সাদারণ সম্পাদক রাজন রায়ের সার্বিক তত্ত¡াবধানে পজেশনে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে। এ বছর  উপজেলার ৯০টি পূজা মন্ডপে সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে বরাদ্ধ দেওয়া হয়েছে প্রতিমন্ডপে ৫ শত কেজি করে চাল। গত সোমবার থেকে দেবীর বোধনের পর ষষ্টীপুজার মধ্য দিয়ে শুরু হয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ এ মহোৎসব শেষ হয় গত শুক্রবার। প্রতি বছরের মতো এ বছরও শান্তিপূর্নভাবে পূজা উদযাপন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ।  তবে নবীগঞ্জ পৌর এলাকার ৮টি পূজা মন্ডপ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া, লোকনাথ মন্দির, শিবপাশা সন্যাস সংঘ, পূর্ব তিমিরপুর পূজা কমিটি, গয়াহরি প্রগতি সংঘ, জয়দুর্গা, সুুবলবেদের বাড়ী পূজা মন্ডপ, আদিত্যপুর নবজাগরন সংঘে পূজারী ও ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।


     এই বিভাগের আরো খবর