,

কবি পার্থসারথি চৌধুরীর অপ্রকাশিত রচনাবলীর পুনঃপ্রকাশ অতীব জরুরী- ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় বক্তারা

সংবাদদাতা :: কবি পার্থসারথি চৌধুরীর অপ্রকাশিত ও অগ্রন্তিত রচনারাজি নবীন সাহিত্যকর্মীদের জন্য হতে পারে আলোকবর্তিকার মতো। এছাড়াও তাঁর প্রবন্ধ-কলামে উঠে এসেছে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের ইতিহাস-ঐতিহ্যের নানা তথ্য। তাই তাঁর রচনাবলীর পুনঃপ্রকাশ অতীব জরুরি। গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার কার্যালয়ে কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোয়াই থিয়েটার আয়োজিত স্মরণসভায় বক্তারা একথা বলেন। কবির বন্ধু ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, শিশু সংগঠক বাদল রায়, কবি সংসদ জেলা শাখার সভাপতি ডাঃ নন্দ দেব রায় নানু, সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সংস্কৃতিকর্মী অপু চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক তানসেন আমীন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, কবি এম এ বাছিত, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান, সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি রায়, আমাদের গল্পকথার সমন্বয়কারী মনসুর আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন। উল্লেখ্য, গত ২০১২ সালের ২০  অক্টোবর দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে কবি পার্থসারথি চৌধুরী পরলোকগমন করেন।


     এই বিভাগের আরো খবর