,

মিনি স্টেডিয়াম উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাহুবলবাসীর আনন্দ মিছিল

বাহুবল সংবাদদাতা :: ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বাহুবলে স্থাপিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাহুবলবাসীর ব্যানারে গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মধ্য বাজারে অনুষ্ঠিত এক পথ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধরী টেনু, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, আওয়ামীলীগ নেতা আব্দুল মুছাব্বির শাহীন, কৃষকলীগ নেতা নূরুল ইসলাম নূর, আব্দুল হাই মোল্লা, যুবলীগ নেতা ফজলুর রহমান ও ছাত্রলীগ নেতা আলাউদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, বাহুবলের কৃতি সন্তান আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র সুপারিশ এবং বিশেষ প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘বাহুবল উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ’ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে বাহুবলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ হওয়ায় আমরা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানাই। উল্লেখ্য, রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৬টি মিনি স্টেডিয়াম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কমপ্লেক্সে একটি মাল্টিস্পোর্ট ইনডোর কমপ্লেক্স ও ছয় জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধন হওয়া ৬৬টি মিনি স্টেডিয়ামের মাঝে বাহুবল উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামটিও রয়েছে।


     এই বিভাগের আরো খবর