,

চুনারুঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাটে নিরাপদ সড়কের দাবীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। পরে উপজেলা শহরে এক মানববন্ধনও পালন করেন তারা। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিশেষ করে কচি-কাঁচা শিশুদের অংশ গ্রহন ছিল উল্লেখযোগ্য। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি জামাল হোসেন লিটন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, সিএনজি অটো মালিক শ্রমিক সমিতির সভাপতি কাদির সরকার, সেক্রেটারি সেলিম আহমেদ, সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন সুমনসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দ। বক্তারা নিরাপদ সড়কের দাবীতে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি শহরে যানজট এবং যত্রতত্র যানবাহন থামানো বন্ধ, গাড়ী চালানোর সময় মোবাইল ব্যবহার না করা. অতিরিক্ত যাত্রী হয়ে না ওউঠাসহ বিভিন্ন প্রদক্ষেপের দাবী জানান।


     এই বিভাগের আরো খবর