,

চৌধুরী বাজার ব্যবসায়ী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজার ব্যবসায়ী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে সব সময় সহানুভূতিশীল রয়েছেন। আপনাদের ব্যবসার প্রয়োজনে যা কিছু প্রয়োজন বর্তমান সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর। ব্যবসায়ীরা সরকারের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ব্যবসা পারস্পরিক চাহিদা ও প্রয়োজন পূরণের মহান উদ্যোগ এবং জীবিকা উপার্জনের উত্তম মাধ্যম। চৌধুরী বাজারের উন্নয়নে আমার সার্বিক সহোযোগিতা সর্বদা অব্যাহত থাকবে। গতকাল সোমবার রাতে চৌধুরী বাজার প্রাঙ্গনে চৌধুরী বাজার ব্যবসায়ী কমিটির ১১ সদস্যের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান নব-নির্বাচিত সভাপতি মোঃ মাতাব উদ্দিনের সভাপতিত্বে ও দ্বিতীয়বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইছমত আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল করিম। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মহাদেব রায়, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, বাজার ব্যবসায়ী কমিটির নব-নির্বাচিত সহ-সভাপতি মোঃ আবিদ মিয়া ও আশরাফুল আলম ফেরদৌস, আলেক মিয়া, ইবাদুল হক চৌধুরী শিবলী, শাওন চৌধুরী, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন সমসের, আয়ান ক্যাবল টিভি নেটওর্য়াকের পরিচালক আলমগীর আহমদ, সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাছিতুর রহমান রুহেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ রুহেল, বাজার ব্যবসায়ী কমিটির নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল বখ্ত, কোষাধ্যক্ষ মোঃ লিটন মিয়া, প্রচার সম্পাদক মোঃ বশির মিয়া, অফিস সম্পাদক পংকজ দেব, সদস্য অর্জুন দাশ, মোঃ নুরুল মিয়া ও মোঃ সুমন মিয়া। এতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, যুব সমাজ ও ব্যবসায়ীবৃন্দ।


     এই বিভাগের আরো খবর