,

ডাঃ মুশফিক চৌধুরী’র নামফলক নতুন করে মেরামত করে দিয়েছে অভিযুক্তরা

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের রঘু দাউদপুর গ্রামে কিবরিয়া রোড সংযুক্ত সুন্দর মিয়ার বাড়ী হইতে কাপ্তান মিয়ার বাড়ী পর্যন্ত ইটসলিং রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পর হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী নামে উন্নয়ন কাজের নামফলক বসানোর প্রাক্কালে তাতে বাধা প্রদান করে একটি উন্নয়ন বিরোধী মহল এবং গত ১৭ অক্টোবর রাতের অন্ধকারে উন্নয়ন বিরোধীরা নামফলক ভাংচুর করে। পরদিন সকালে স্থানীয় মেম্বার ফখরুল ইসলাম জুয়েল লিখিতভাবে নবীগঞ্জ থানাকে অবহিত করেন। এর প্রেক্ষিতেই নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যারা ভাংচুর করেছিল তাদের নাম উঠে আসে। স্থানীয় মেম্বার ও ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম জুয়েল গ্রামের মুরব্বিয়ান ও উপস্থিত সাংবাদিকবৃন্দের সামনে অভিযুক্তরা পুণরায় ঠিক করে দেবে বলে অঙ্গিকার করেন। অবশেষে গত সোমবার নতুন করে ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর নামফলক স্থাপন করে দিয়েছে অভিযুক্তরা। ভাংচুরকৃত নামফলক পূণরায় নির্মাণ করে দেওয়ার ফলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন মহল ও সর্বস্তরের জনতার মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভাংচুর করার ঘটনায় দ্রæত পদক্ষেপ নেওয়ায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানার ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন পত্রিকার সাংবাদিক ভাইদেরকে।


     এই বিভাগের আরো খবর