,

হবিগঞ্জ জেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

সংবাদদাতা :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেন হবিগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে হলে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সকল রাজনৈতিক দলকে নির্বাচনী মাঠে কাজ করার সুযোগ করে দেওয়ার আহবান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান কাজল। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কোহিনুর আলম, যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, হবিগঞ্জ সদর উপজেলা যুবদল সভাপতি শাহ মশিউর রহমান কামাল, বাহুবল উপজেলা যুবদলের সভাপতি হাজ্বী সামসু মিয়া, বানিয়াচং উপজেলা যুবদল সভাপতি আমির হোসেন, আজমিরিগঞ্জ উপজেলা যুবদল সভাপতি মাসুদ পারভেজ, চুনারুঘাট উপজেলা যুবদল সভাপতি আব্দুল মতিন, মাধবপুর উপজেলা যুবদল সভাপতি এনায়েত উল্লাহ, পৌর যুবদলের সভাপতি হাজ্বী ফিরোজ, হবিগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক মুর্শেদ আলম স্বাজন, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, আজমিরিগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন কবির, মাধবপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির খানঁ চৌধুরী, চুনারুঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. মোজাম্মেল হক, বাহুবল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নানু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই শিবলু, নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র-সহ সভাপতি আল হেলাল, হবিগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, মোঃ আলী হোসেন, আমিরুল ইসলাম আখন্জী, নুরুল হুদা, মিলন খাঁন, মোঃ সফিক মিয়া, শফিক উদ্দিন খাঁন, জুয়েল রানা, দেলোয়ার হোসেন রানা, জসিম উদ্দিন, মোঃ ফজল মিয়া, মনিরুল হক রানা, হাবিব মিয়া, এমডি সোহাগ, আবু তালিব বাচ্চু প্রমূখ।


     এই বিভাগের আরো খবর