,

কবি পার্থ সারথি চৌধুরীর জীবন শীর্ষক আলোচনা ও আমাদের গল্পকথা পত্রিকার মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি :: জাতীয় পর্যায়ের সাহিত্য ও সংস্কৃতি সংগঠন আমাদের গল্পকথার হবিগঞ্জ জেলা শাখার উদ্যেগে গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় হবিগঞ্জের সুরবিতান ললিতকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো কবি পার্থ সারথি চৌধুরীর জীবন শীর্ষক আলোচনা ও বিশেষ সাহিত্য পত্রিকা আমাদের গল্পকথার মোড়ক উন্মোচন। আমাদের গল্পকেকথার কেন্দ্রীয় সমন্বয়ক মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “আমাদের গল্পকথার জেলা সমন্বয়ক আশীষ কুমার দাস। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, কবি মুস্তফা মঈন, কবি পার্থ সারথি চৌধুরীর সহোদর ভাই-পিনাকী চৌধুরী, পরিবেশ কর্মী তোফাজ্জল সোহেল, নাট্যকার সিদ্দীকি হারুন, প্রভাষক তানসেন আমিন, সংগঠনের জাতীয় পর্ষদের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক-সৈয়দ আসাদ্দুজামান সুহান, কবি ইউনুস আকমাল, কবি বাদল কৃষ্ণ বণিক, কবি আক্তারুজ্জামান সুমন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ফজল মোহাম্মদ, কবি রেজিয়া সুলতানা সংগঠক ফয়েজ আহমেদ, সংস্কৃতি কর্মী আক্তারুজ্জামান তরফদার, শেখ উসমান গনি রুমি, আবেদুর রহমান রাকিব, আমিনুল ইসলাম, মীর হাবিবুর রহমান সুমন, প্রণব দেব, ফুল মিয়া খন্দকার মায়া, সুর্য কুমার বৈষ্ণব, ইয়াসির আহমদ, ফারজানা তানজি, নাদিয়া চৌধুরী, নাদিয়া খা, মার্জিয়া রাজু আহমেদ পাশা প্রমুখ।


     এই বিভাগের আরো খবর