,

হবিগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উৎসবমুখর পরবেশে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ। তারা সভাপতি ছাড়া ১৬টি পদে জয়লাভ করে। সভাপতি পদে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন তোফায়েল আহমেদ, নিকটতম প্রতিদ্ব›িদ্ব নুরুজ্জামান খান পান ৫৬ ভোট, অপর প্রার্থী মাহবুবুল হক পেয়েছেন ২৬ ভোট, সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহমেদ খান ১০২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্ব›িদ্ব আফরোজ মিয়া পান ৩৪ ভোট, সিনিয়র সহ সভাপতি পদে অমিত ভট্টাচার্য্য ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্ব›িদ্ব সেলিম মিয়া পান ৫২ ভোট। যুগ্ম সম্পাদক পদে নুরুল ইসলাম খান ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্ব›িদ্ব নাসিরুল ইসলাম পান ৫৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অর্ধেন্দু দেব ৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্ব›িদ্ব সাইফুল ইসলাম পান ৬৩ ভোট। সহ সাংগঠনিক সম্পাদক পদে আবু হাশেম রাফে ৮০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্ব›িদ্ব মেহেদী হোসেন সোহেল পান ৫৭ ভোট। সমাজকলাণ বিষয়ক সম্পাদক পদে মিহির রঞ্জন চন্দ ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্ব›িদ্ব হরিশ চন্দ্র দাস পান ৬১ ভোট। অপর ১০টি পদে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হন। রিটার্নিং অফিসার মনমোহন দেবনাথ জানান, ১৪২ জন ভোটারের মাঝে ১৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি প্যানেল নির্বাচনে অংশ নেয়।


     এই বিভাগের আরো খবর